লক্ষ্মীপুরে পুকুর থেকে আসমা আক্তার নামে ১৪ বছরের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আসমা সদর উপজেলার শাকচর গ্রামের বাসিন্দা ফয়েজ আহমদের মেয়ে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, আসমাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডই ধারনা করা হচ্ছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে, ময়নাতদন্ত শেষে হত্যা ও ধর্ষণ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন