রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত সেই গৃহবধূর নাম পেয়ারা বেগম (৩৩)। পেয়ারার বাড়ি বরিশাল বাকেরগঞ্জ উপজেলার কলমকাঠি গ্রামে।
রবিবার সকালে এ ঘটনা ঘটে। মৃত পেয়ারা বেগমের স্বামীর নাম সোহরাব হোসেন। তারা পরিবার নিয়ে কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, সকালে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বাধে। এক পর্যায়ে সোহরাব তার স্ত্রীর গলায় ছুরিকাঘাতে করে। পরে তার ছেলে শামীম হোসেনসহ অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক স্বামী সোহরাব পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর