কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্রসহ সেলিম (২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার দুপুরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ জানান, গোপন খবর পেয়ে শনিবার (৯ জুন) দিনগত রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি মাসকাট বন্দুকসহ ওই মাদক পাচারকারীকে আটক করা হয়।
দুপুরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
সেলিম জামালপুর গ্রামের কাবুল ফরাজির ছেলে।
বিডি প্রতিদিন/ ১০ জুন ২০১৮/ ওয়াসিফ