বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ডে অয়েল ট্যাংকারের ধাক্কায় বাসুদেব অধিকারী (২৬) নামে এক রং মিস্ত্রি নিহত এবং ভ্যান চালক হিরো বল্লব (৪০) গুরুতর আহত হয়েছে। আজ রবিবার এই দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব অধিকারী আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের নিমাই অধিকারীর ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানীর ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সিসিবিএল ফিলিং ষ্টেশনের একটি ট্যাংক লরি (ঢাকা মেট্রো-ড-৪৪-০৪৭৭) সকালে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সোয়া ৯টার দিকে পথিমধ্যে অয়েল ট্যাংকারটি গৌরনদী উপজেলার উত্তর পালরদী মদিনা স্ট্যান্ড অতিক্রমকালে টরকী বন্দরগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান যাত্রী রং মিস্ত্রি বাসুদেব অধিকারী ঘটনাস্থলে নিহত এবং ভ্যান চালক হিরো বল্লব আহত হয়। গুরুতর আহত হিরো বল্লবকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্যাংক লরিটি আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার