পটুয়াখালীর কলাপাড়ায় রৈবী আবহাওয়া বিরাজ করছে। শনিবার ইফতারের পর থেকে একটা গুমোট পরিস্থিতির পর বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে দমকা ঝড়ো হাওয়া আর ভীতিকর বিজলী চমকানো। স্বাভাবিকেরে চেয়ে নদ-নদীর ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতি’র সভাপতি এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, সাগর উত্তাল থাকায় কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা অনেক ট্রলার তীরে ফিরতে শুরু করেছে।
এদিকে বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় ঈদ বাজারে। সকাল থেকে টানা হালকা-মাঝারি এবং কখনো ভারি বৃষ্টিপাতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে ঈদ বাজার।
কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু জানান, ঈদ বাজারের শুরু থেকে প্রকৃতি ব্যবসায়ীদের অনুকূলে নাই। ফলে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যে পরিমান বিনিয়োগ করেছে ক্রেতা না থাকায় তাদের লোকসানের মুখে পড়তে হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন