বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিস্ট ৮টি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
এই অভিযোগের সত্যতা যাচাইয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের দুই সদস্যের তদন্ত কমিটি অধ্যর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। গত শনিবার বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে গিয়ে শিার্থী ও অভিভাবকদের সাক্ষ্য গ্রহন করেন তদন্ত কমিটির দুই সদস্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মো. অহিদুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হাবিবুর রহমান খান।
যুগ্ম সচিব মো. অহিদুল ইসলাম জানান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দুই শতাধিক শিার্থী ও অভিভাবক কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধ্যক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের অভিযোগ, অধ্যক্ষ শিার্থীদের বাবা-মা এবং জন্ম পরিচয় নিয়ে কটাক্ষ করেছেন। গত ৮ মে প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশে অধ্যক্ষ এমন ভাষা ব্যবহার করলে এক নারী অভিভাবক এর প্রতিবাদ করেন। তখন অধ্য তাকে দুই নম্বর মহিলা বলে আখ্যায়িত করেছেন বলে অভিযোগ করেছেন ওই অভিভাবক।
যুগ্ম সচিব মো. অহিদুল ইসলাম জানান, তিনি ও তদন্ত দলের অপর সদস্য ড. হাবিবুর রহমান গত শনিবার ক্যাম্পাসে গিয়ে সকলের সাক্ষ্যগ্রহণ করেছেন। খুব শিঘ্রই এ ব্যাপারে সংশ্লিস্ট দপ্তরে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার