নিখোঁজের দুইদিন পর আজ দুপুরে নেত্রকোনার দেওপুর মগড়া নদী থেকে এক বৃদ্ধ আব্দুস সাত্তারের (৬০) ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফকরুজ্জামান জুয়েল জানান, নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত কছম আলীর ছেলে আব্দুস সাত্তার গত শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাচ্ছিল না।
আজ রবিবার সকালে মগড়া নদীর দেওপুর ঘাট এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে আব্দুস সাত্তারের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি দেখে এটি নিখোঁজ সাত্তারের লাশ বলে সনাক্ত করেন। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার