সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুকে আটক করেছে পুলিশ। রবিবার বিকালে ঝিকরগাছা উপজেলাধীন বাকড়া বাজার থেকে তাকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ। আটককৃত বাচ্চু উপজেলার তুলশিডাঙ্গা গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে।
ঝিকরগাছা থানাধীন বাকড়া পুলিশ ক্যাম্প পুলিশের সহায়তায় কলারোয়া থানার উপ-পুলিশ পরিদর্শক বিপ্লব রায়, সহকারি উপ-পুলিশ পরিদর্শক ইছাক আলী তাকে আটক করে।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মারুফ আহম্মদ জানান, যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চুকে ঝিকরগাছা উপজেলার বাকড়া বাজার থেকে তাকে আটক করে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা চলমান আছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে আগামীকাল সোমবার জেল হাজতে প্রেরণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৬ আগস্ট, ২০১৮/মাহবুব