বগুড়ার ধুনট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী ও তিন জন ওয়ারেন্টের আসামিকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কুঁড়িগাতী গ্রামের মৃত নাজিমুদ্দীনের ছেলে আল মামুনকে (৩০) ইয়াবাসহ এবং উপজেলার হোটিয়ারপাড়া গ্রামের ওসমান প্রামানিকের ছেলে নাজির হোসেন (৪৫), নাজির হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩২) ও নিমগাছী গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে জুলফিকার আলী (৩০)।
ধুনট থানার এসআই শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আল মামুনকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আদালতে দায়েরকৃত মামলার ওয়ারেন্টমূলে অন্য তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার