সাতক্ষীরার কলারোয়ায় আসিফ শাহরিয়ার প্রান্ত (২২) নামের অনার্স পড়ুয়া এক ছাত্র আত্মহত্যা করেছে।
রবিবার দিবাগত রাতে উপজেলার ওফাপুর গ্রামে ঘটনাটি ঘটে। প্রান্ত ওই গ্রামের মাষ্টার আমিরুল ইসলামের ছেলে ও শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্র জানায়, ঈদ উপলক্ষে তার পিতা-মাতা নানার বাড়ি উপজেলা হিজলদী গ্রামে যায় এবং বড় ভাই ওফাপুর মোড়ে অবস্থান করছিল। এ সুযোগে প্রান্ত নিজ ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারণে সে অাত্মহত্যা করেছে তা জানা যায়নি।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি বলেন,খবর পেয়ে কলারোয়া থানার অফিসাররা ও স্থানীয় সরসকাটি ক্যাম্পের অফিসাররা তাদের বাড়ি পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
বিডি-প্রতিদিন/ ই-জাহান