রংপুরে রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মাদক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২৭ আগস্ট ২০১৮/ ওয়াসিফ