বরিশাল নদী বন্দরে সরকারি আদেশ অমান্য করার দায়ে দু'টি লঞ্চ কোম্পানির প্রতিনিধিকে অর্থ ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ও মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে গত রবিবার রাতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে লঞ্চ না ছাড়াসহ সরকারী আদেশ অমান্য করার দায়ে এমভি পারাবত লঞ্চ কোম্পানির বরিশাল অফিসের সুপারভাইজার মো. সেলিম আহম্মেদ এবং এমভি টিপু লঞ্চ কোম্পানীর প্রতিনিধি মো. লিটুকে ৩ দিন করে কারাদণ্ড এবং প্রত্যেককে ২শ’ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ড ঘোষণার পরপরই ওই রাতে তাদের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়। আজ সোমবার সকালে তাদের কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার