বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের (বিপিএল) আসন্ন আসরে বরিশালের নামে ক্রিকেট দল এবং বরিশাল স্টেডিয়ামে খেলা আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশালের ক্রিকেট খেলোয়ারদের সংগঠন ‘দূর্বার তারুণ্য’ আজ সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
ক্রীড়াদ্যোক্তা মারুফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বেসিক ক্রিকেট কোচ এজাজ আল মামুন সুজন, গাওছল আজম লিটন, দূর্বার তারুণ্য সভাপতি জাকারিয়া আলম দিপ, সাধারণ সম্পাদক নুরে আলম বাপ্পি, ইমরান খান ইমন ও আহমেদ ফাহিম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে বরিশালে সঠিক সময়ে খেলাধুলা না হওয়া এবং পাড়া মহল্লায় খেলাধুলার মাঠের অভাবে খেলাধুলা হারিয়ে যাচ্ছে। এ কারণে তরুণ সমাজ মাদকের দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিপিএল আসরে বরিশাল নামে একটি দল এবং বরিশাল স্টেডিয়ামে বিপিএল খেলা আয়োজনের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার