নেত্রকোনা জেলায় বাংলাদেশ সরকার ও ইউনিসেফ সহায়তাপুষ্ট লোকাল গভার্নেন্স ফর চিলড্রেন কর্মসূচির আওতায় শিশু কেন্দ্রীক দুর্যোগ ঝুঁকিহ্রাস সংক্রান্ত্র দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার বেলা ১১টায় এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা উপজেলা, ইউনিয়ন পর্যায়ের দুর্যোগ মোকাবেলা সরকারী বেসরকারী সংস্থা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, নারী প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিওকর্মী , রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
প্রশিক্ষণে দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা। আর তাই শিশুদের সুরক্ষায় কী কী করণীয় এ বিষয়ে কর্মশালায় আলোচনা ও গ্রুপওয়ার্ক অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার