ঠাকুরগাঁওয়ে ২০১৮-১৯ মৌসুমের আখ রোপণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সুগার মিলের ব্যবস্থাপায় আনুষ্ঠানিকভাবে সদর উপজেলার চিলারং গ্রামের চাষি জাহাঙ্গীর আলমের জমিতে আখ রোপণ উদ্বোধন করেন সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস শাহী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সদর দফতরের ডিজিএম (মিলস্ ফার্ম) ফারুক আহম্মেদ, ঠাকুরগাঁও চিনিকলের জিএম (কৃষি) এ এস এম জাকির হোসেন, জিএম (প্রশাসন) মাইনুদ্দিন আহম্মেদ, সবজোন প্রধান (সম্প্রসারণ) আবু রায়হান, সুমন কুমার শাহা, কেন্দ্রীয় আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা), যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসসহ অনেকে।
মিল জোন এলাকায় ৮৬টি ইউনিটে একযোগে আখ রোপণ উদ্বোধন করা হয়। আর ২০১৮-১৯ মৌসুমে ১৫ হাজার একর জমির আখ চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা