পটুয়াখালীর কলাপাড়ায় রাস্তা কেটে ধানি জমিতে পরিণত করার চেষ্টার অভিযোগে বাচ্চু তালুকদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থল পরিদর্শন করে তাকে আটক করা হয়। গত কয়েকদিন ধরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের কচুপাত্রা নদী সংলগ্ন রাস্তাটি কেটে জমিতে পরিণত করার চেষ্টা চালায়।
এ ঘটনায় স্থানীয় মো.হেলাল তালুকদার নামের এক ব্যক্তি উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত আভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের চলাচলের জন্য গত ১৫ বছর পূর্বে এ রাস্তাটি তৈরি করা হয়। এরপর এ রাস্তটি সরকারি তহবিল থেকে মেরামত করাও হয়েছে। কিন্তু গত ২৬ আগষ্ট রবিবার সকাল থেকে রাস্তাটি কেটে স্থানীয় প্রভাবশালীরা জমিতে পরিণত করার চেষ্ট চালায়। এর ফলে জনগণের চলাচলে বিঘ্ন ও নদী থেকে পানি প্রবেশ করে রবি শস্যসহ মৌসুমী ফসল নষ্ট হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে ওই অভিযোগে উল্লেখ করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)এএসএম আবু সুফিয়ান বলেন, রাস্তা কেটে জমিতে পরিনত করার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এক জনকে আটক করা হয়। এছাড়া এ রাস্তাটি ব্যবহারের উপযোগী করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার