বাগেরহাটের মোরেলগঞ্জে হাফিজা বেগম (৪০) নামে এক নারী ভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের চৌধুরী অ্যান্ড খান অটোব্রিকস'র শ্রমিক কলোনী থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাফিজা বেগম সাতক্ষিরা সদরের হাওলখালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী।
ভাটা মালিক খান কামরুজ্জামান বলেন, বুধবার সকালে হাফিজাকে কাজে না পেয়ে তার রুমে খুঁজতে গিয়ে দেখা যায় সে ঘরের আড়ার সাথে ঝুলে আছে। কি কারণে সে আতত্মহত্যা করেছে তা কারো জানা নেই।
থানা ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, হাফিজা বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে তার লাশ উদ্ধার করে পোস্টমর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার