'প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি' স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিতব্য পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দীপক কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াহ ইয়া খাঁন।
এতে প্রধান অতিথি বলেন, সকলকে নিজের কর্মক্ষেত্র নিয়ে স্বপ্ন দেখতে হবে। কাজকে ভালোবাসতে হবে। তাহলে সেবা মূলক কাজগুলো আনন্দদায়ক হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার