সাম্প্রতিক সময়ে দেশে বহুতল ভবন সমুহে অগ্নিকাণ্ডের ঘটনায় ‘আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা সোমবার সকালে বগুড়া শহরের ম্যাক্সমোটেলে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশন (বিআরইএ) আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।
বগুড়া জেলা প্রশাসক বলেন, নিরাপদ ভবন তৈরিতে আপনাদের বড় ভূমিকা রাখতে হবে। যা মানে ও গুণে টেকসই তাই ব্যবহার করতে হবে। যা সহনীয় ও সুন্দর তা দিয়ে ভবন তৈরী করা অবশ্যক। প্রতিটি ভবনে মানুষের বসবাসের প্রয়োজনীয় সকল কিছুই থাকতে হবে। অগ্নি নির্বাপন, খোলামেলা পরিবেশ, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত ও নিরাপদ ভবন আমাদের প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আব্দুর রশীদ, বক্তব্য রাখেন, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাংবাদিক হাসিবুর রহমান বিলু। সভায় সভাপতিত্ব করেন বিআরইএ সভাপতি আনোয়ারুল করিম দুলাল। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: গাজী শফিকুল আলম চৌধুরী, রেজাউল বারী ঈসা, ইনামুল হক রঞ্জু, মঞ্জুর আলম, রবিউল আলম লিটন, মাহমুদ হোসেন পিন্টু, পারভেজ হোসেন উজ্জল, শাহীন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন রাজেদুর রহমান রাজু, হাফিজুর রহমান মন্টু, জুলফিকুর আলী খান চৌধুরী ম্যাকলিন, সোহানুর রহমান সোহাগ, আমিনুর রহমান শিপু, মাহাবুব উল আলম, রেজাউল করিম সনেট। সভায় বহুতল ভবনসমূহে অগ্নিকান্ড রোধে করণীয় বিষয়ে বিষদ আলোচনা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার