ফরিদপুরের নগরকান্দায় সোমবার সকালে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন পথচারী।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, মুকসুদপুর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যুবরাজ পরিবহন সকাল সাড়ে ১০টার দিকে নগরকান্দা উপজেলার তালমা নাপিতবাড়ি ব্রিজ নামক স্থানে কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
বাসের ধাক্কায় তালমা গ্রামের হাবিব শেখের স্ত্রী রাফেজা বেগম (৩২) ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় তালমা গ্রামের আফজাল শেখের স্ত্রী চম্পা বেগম (৩৫) গুরুত্বর আহত হয়। আহত চম্পাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাসের ধাক্কায় এনায়েত ও রাহুল নামে আরও দুইজন আহত হয়েছে।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, পথচারীদের ধাক্কা দিয়ে বাসটি পালিয়ে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার