১৯ এপ্রিল, ২০১৯ ১৬:৩৫

নকলায় হতদরিদ্রদের নিয়ে বৈশাখী ফল উৎসব

শেরপুর প্রতিনিধি

নকলায় হতদরিদ্রদের নিয়ে বৈশাখী ফল উৎসব

শেরপুরের নকলায় দরিদ্র ও অসহায়দের বিনামূল্যে ১৫ প্রকার বৈশাখী ফল খাওয়ানোর মধ্যদিয়ে বৈশাখী ফল উৎসব করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘নকলা অসহায় সহায়তা সংস্থা’।

শুক্রবার জালালপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক দরিদ্র অসহায়দের নিয়ে ওই ফল উৎসব করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণ্যমান্য ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ১লা বৈশাখে আমরা পান্তা ইলিশ ও বৈশাখী বিভিন্ন ফল খেয়ে একদিনের বাঙ্গালি সাজতে চেষ্টা করি। কিন্তু দরিদ্র ও অসহায়রা তা পারে না, তারা কিনতে পারে না দেশীয় বৈশাখী ফল। তাই বরাবরের ন্যায় এবছরও স্থানীয় দরিদ্র ও অসহায়দের বিনামূল্যে বৈশাখী ফল খাইয়ে ফল উৎসব পালন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর