নিখোঁজ হওয়ার দুই দিন পর বগুড়ার আদমদীঘি উপজেলার কোমল দিঘী গ্রামের ডোবার মধ্যে থেকে আরমান হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০ টায় কোমল দিঘী গ্রামের তার বাড়ির আধা কিলোমিটার দূর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার আদমদীঘি উপজেলার কোমল দিঘী গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে আরমান হোসেন নিখোঁজ হয়। পরে শনিবার সকালে কোমল দিঘী গ্রামে তার বাড়ির আধা কিলোমিটার দূরে এক ডোবার মধ্যে তার ভাসমান লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রেরণ করেছে। পুলিশ আরমান হোসেন এর মারা যাওয়ার কোনো কারন জানতে পারেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন