দিনাজপুর বিরামপুর সীমান্তে ভারতে পাচারের সময় ১৮০ কেজি শিং মাছের পোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা-হাকিমপুর সড়কের কাটলা ব্রিজের উপর থেকে পোনাগুলো জব্দ করা হয়। কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ক্যাম্পকমান্ডার শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাটলা-হাকিমপুর সড়কের কাটলা ব্রিজের উপর অভিযান চালানো হয়। এসময় ওই স্থানে একটি পিকআপ ভ্যানে ১৮টি ড্রামে থাকা ১শ ৮০ কেজি শিং মাছের পোনা জব্দ করা হয়।
আজ বুধবার ভোরে আব্দুল গণি নামের এক ব্যক্তিকে (ওয়াকশন) ডাকের মাধ্যমে প্রতি পিস পোনা ২৩ পয়সা দরে ভ্যাটসহ ৫৩ হাজার ৬শ’ টাকায় প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার