মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ বৌবাজার এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বুধবার সকাল ১০ টার দিকে ছুরিকাঘাতে শাহজালাল (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শাহাজালাল হাটলক্ষীগঞ্জ এলাকার মো. উকিল উদ্দিন মোল্লার ছেলে। হাটলক্ষীগঞ্জ বৌবাজার এলাকায় তার মুদি দোকান রয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় হাটলক্ষীগঞ্জ এলাকার আনসার আলীর ছেলে মাদকসেবী কবির হোসেনকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার এবং মাদক সেবন ছেড়ে ভাল হওয়ার পরামর্শ দেয় শাহজালাল। এতে শাহাজাল ও কবিরের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
ওই ঘটনার জের ধরে ক্ষুব্ধ কবির হোসেন বুধবার সকালে প্রকাশ্যে শাহজালালকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
অ্যাম্বুলেন্সযোগে ঢামেকে নেওয়ার পথিমধ্যে শাহাজালাল মারা যান। এতে স্বজনরা তার পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদকসেবী কবির হোসেনকে গ্রেফতারের প্রচেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার