১৮ জুলাই, ২০১৯ ১৮:২৯

শেরপুরে বন্য হাতির মৃত্যু

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বন্য হাতির মৃত্যু

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তঘেঁষা গজনী অবকাশ কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। 

এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন চলাফেরার সময় ঝিনাইগাতী উপজেলার অবকাশ কেন্দ্র সংলগ্ন গজনী লেকের পশ্চিম পার্শ্বে কয়েকজন এলাকাবাসী ওই বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা বন বিভাগকে জানান। সংবাদ পেয়ে বন বিভাগের গজনী বিটের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হাতির মৃতদেহটি উদ্ধার করে।
 
বন বিভাগের গজনী বিট কর্মকর্তা শাহ আলম বলেন, মৃত হাতিটি মাদি হাতি। হাতিটির শরীরে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে এটি মারা গেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকের ময়নাতদন্ত শেষে হাতিটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। ঘটনাস্থল শেরপুরের সহকারী বন সংরক্ষক প্রাণতোষ রায় পরিদর্শন করেছেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর