নেত্রকোনা পৌর শহরের মালনী এলাকায় স্বাবলম্বীর ড্রিম সেন্টারে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা নেটওর্য়াকের উদ্যোগে ছয়টি ইউনিয়নের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন সংরক্ষিত আসনের জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিক ও কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করেন।
সদর উপজেলা নেটওয়ার্কের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, মেদনি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য নুরজাহান বেগম, স্বাবলম্বীর শিক্ষা প্রোগ্রামের আব্দুল কুদ্দুস ও তাপস সরকার প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক