ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেন্দুরা নামক স্থানে সরাইল-নাসিরনগর মহাসড়কের উপরে নির্মিত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির সামনে স্থাপিত সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের নাম খচিত ভিত্তি প্রস্তরটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে নাসিরনগরে জনমনে চাপা ক্ষোভ আর উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার তিবাগত গভীর রাতে বুলডোজার বা কোনো ভারী জিনিস ব্যবহার করে এ ভিত্তি প্রস্তরটি ভেঙে ফেলা হয়। এ ঘটনার পর সেখানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের ভাতিজা উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের রেজাউল হক আমজাদ বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী জানান, ঘটনা জানার পর সাথে সাথে থানাকে অবহিত করেছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক