কক্সবাজারের টেকনাফের সাবরাং হারিয়াখালী ভাঙ্গারমুখ এলাকায় ছোট ভাইয়ের ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই আব্দুস সালামকে (২৫) নৃশংসভাবে কুপিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার বিকালে উপজেলার সাবরাং হারিয়াখালী ভাঙ্গারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার আব্দুস সালাম টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবির পাড়া এলাকার শহিদ আহমদের ছেলে।
আহত আব্দুস সালামের মা ইসলাম খাতুন জানান, আমার ছেলে আবুল ফয়েজসহ একদল যুবক শাহপরীর দ্বীপে ফুটবল খেলতে যাচ্ছিল। পথিমধ্যে চিহ্নিত মাদকসেবী ও সন্ত্রাসীরা মোবাইলসেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে বড়ভাই আব্দুস সালাম এ খবর শুনে ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দেয় এবং শরীরের উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) এবিএমএস দোহা জানান, এ ধরনের হামলার ঘটনা স্থানীয়দের কাছ থেকে শুনেছি। হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন