লক্ষ্মীপুরে বিশ্ব বসতি দিবস-২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে র্যালি কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস-উজ-জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশীদ আহম্মদ ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম