পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে আলাউদ্দিন সিকদার নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন গ্রামে ঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে আলাউদ্দিন সিকদার ও কাঠমিস্ত্রি মিলন খান আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিন সিকদারকে মৃত ঘোষণা করেন। আহত মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম