শিরোনাম
২২ নভেম্বর, ২০১৯ ১৭:২১

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

পেকুয়ায় মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় আয়েশা বেগম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রীর ক্ষতবিক্ষত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফতেহআলী মার পাড়া গ্রামের অদূরে বিসমিল্লাহ রাস্তার পাশ থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার হয়। 

আয়েশা বেগম একই গ্রামের জামাল হোসেনের মেয়ে ও মগনামা শাহ রশিদিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। 

আয়েশার মা নছুমা খাতুন বলেন, বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় আয়েশা। সন্ধ্যায় ফিরে না আসায় আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিই। শুক্রবার সকালে একই এলাকার বিসমিল্লাহ রোড়ের পাশে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়। 

পেকুয়া থানার এসআই আতিকুর রহমান বলেন, বস্তাবন্দি লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। আয়েশার দুটি চোখ উপড়ে ফেলা হয়েছে। বাম কান কাটা ও বুকে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। 

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর