গাজীপুরের শ্রীপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় লুণ্ঠনকৃত স্বর্ণালংকার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, মনির মোল্লা (৩৮), আলমগীর হোসেন (৪০), মো: রানু শেখ (৩৮), মো: সাইদুর সরদার (৪৪), বাদশা প্রামনিক (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), মো: সুজন (২৪), ছুম্মা খাতুন (৩২) ও বিবেক পাল (৪২)।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ঘটনার পর গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। গত ২২ ও ২৩ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, নারায়নগঞ্জ, ঢাকা মেট্রোপলিটন, ঢাকা জেলা, গাজীপুর মেট্রোপলিটন ও গাজীপুর জেলায় বার বার অভিযান চালিয়ে ওই ডাকাতদের গ্রেফতার করা ও মালামাল উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আমীনুল ইসলামসহ গাজীপুর পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে লুণ্ঠিত ৪৩ ভরি স্বর্ণালংকার, ২ কেজি ৬০০ গ্রাম রুপা, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২০ টাকা, ৭টি ককটেল, একটি চাপাতি, একটি মোটর সাইকেল।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার গফুর সুপার মার্কেটের নিউ দিপা জয়েলার্স ও লক্ষ্মী জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার, ৫০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদলের গুলিতে দিপা জুয়েলার্সের সত্ত্বাধিকারী দেবেন্দ্র কর্মকার গুরুতর আহত হন।
বিডি প্রতিদিন/হিমেল