১৪ ডিসেম্বর, ২০১৯ ১৩:৪৫

খুলনায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা

খুলনার বটিয়াঘাটা নারায়নপুরে জলিল শেখ নামের এক ব্যক্তিকে মারধর করে প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আহত জলিল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে পুলিশ এ ঘটনায় মিঠুন শেখ নামের একজনকে গ্রেফতার করেছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় নারায়নপুর গ্রামে মহেন্দ্র মাতুব্বরের বাড়ির কাছে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ওই রাতে আহত জলিল শেখের ছেলে মো. রাজু শেখ বাদি হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বিড়ি কারখানার সুপারভাইজার জলিল শেখ বিভিন্ন এজেন্টের নিকট থেকে দেড় লাখ টাকা সংগ্রহ করে মটরসাইকেলযোগে খুলনায় যাওয়ার ফিরছিলেন। পথে ছিনতাকারীরা তাকে মারধর করে মারাত্মক জখম করে। এসময় তার পকেটে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেয়। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর