১৪ ডিসেম্বর, ২০১৯ ১৭:০৬

রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুল আলী মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল পিন্টু উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর হানাদার পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেন। কিন্তু শত্রুরা বাংলাদেশের স্বাধিনতাকে বাধাগ্রস্ত করতে পারেনি। বাঙালি বীরদের কাছে পরাজীত হয়েছিল পাকিস্তানী হানাদার বাহিনীরা। বাংলার লাল-সবুজের পতাকা সেদিন মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল। এখনো আছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর