১৫ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫১

সংযোগ রাস্তাবিহীন জোড়া ব্রিজ, ভোগান্তি চরমে

দিনাজপুর প্রতিনিধি

সংযোগ রাস্তাবিহীন জোড়া ব্রিজ, ভোগান্তি চরমে

দিনাজপুরের ভূল্লি নদীর উপর একটি জোড়া ব্রিজ নির্মাণের প্রায় তিনবছর পার হলেও ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। জোড়া ব্রিজটি দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামে। সংযোগ রাস্তাবিহীন এ ব্রিজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মানুষ। 

সংযোগ রাস্তাবিহীন জোড়া ব্রিজটি চলাচলের অকেজো হয়ে পড়ে আছে। স্থানীয় মানুষ ব্রিজের দুই পাশে কলাগাছ লাগিয়েছে। আবার অনেকে কাপড় শুকানোর কাজে ব্রিজটি ব্যবহার করছে। ব্রিজের পাশ দিয়ে ২কি.মি ঘুরে মানুষ চলাচল করছে। ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণ না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। 

ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজুল হক জানান, ২০১৭ সালের দিকে খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন থেকে এ ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এরপর থেকে ওই অবস্থায় পড়ে রয়েছে। ব্রিজটির অভাবে দুই পাশের মানুষ দুর্ভোগে পড়েছে। ব্রিজটি এত উচু করা হয়েছে যে বালু দিলে বর্ষার সময় তা সরে যায়। তবে রাস্তাটির সাথে সংযোগ রাস্তা করতে একটি প্রকল্প নিয়েছি, শিগগিরি কাজ শুরু করা হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর