বান্দরবানের লামা উপজেলায় ৩৫ ফুট উঁচু রাজামুনি বুদ্ধমূর্তির উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (এমপি)। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় জীনামেজু অনাথ আশ্রমে শুক্রবার সকাল ৯টায় বুদ্ধমূর্তির অভিষেক উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য মন্ত্রী একই সময় জীনামেজু অনাথ আশ্রমে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন। বিকেলে ইয়াংছা বাজারে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে ৫শ’ দুস্থ ও অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠান ও কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রু, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিলকি রাণী দাশ।
বিডি-প্রতিদিন/শফিক