ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাড়িউড়ায় ট্রাকচাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িউড়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় সাফিয়া খাতুন (৬০) নামে ওই বৃদ্ধাকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আইরল গ্রামের মরহুম আবদুল ওয়াদুদের স্ত্রী।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মাঈনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকেও আটক করে পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        