২৭ জানুয়ারি, ২০২০ ২২:৩৬

সিসি ক্যামেরার আওতায় আসছে চকরিয়া পৌরশহর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

সিসি ক্যামেরার আওতায় আসছে চকরিয়া পৌরশহর

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ৯৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৬টি ইউনিটের মাধ্যমে অপরাধ নজরদারীর ট্রায়াল শুরু হয়েছে। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শুরু হবে পুরোদমে কার্যক্রম। 

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। সংবাদ সম্মেলনে ইউএনও আরও বলেন, জমজম হাসপাতাল থেকে পৌর বাস টার্মিনাল পর্যন্ত দেড় কিলোমিটার মহাসড়কসহ শাখা সড়ক মিলিয়ে সোয়া ২ কিলোমিটার সড়কে ৯৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। অত্যাধুনিক নাইটভিশন ক্যামেরা হওয়ায় রাতেও ক্যামেরাগুলোর আওতায় থাকা ৪ হাজার ৮০০ মিটার বাণিজ্যিক এলাকার গতিবিধি স্পষ্ট দেখা যাবে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর