“ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয় দিনে দিনে বড় হয়” এই প্রতিপাদ্যে শরীয়তপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপি এসএমই মেলা।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, শরীয়তপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফারুক আহমেদ তালুকদার প্রমুখ। এর আগে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মেলা চত্বরে গিয়ে শেষ হয়।
শরীয়তপুরে ক্ষুদ্র ও মাঝরি শিল্পোদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণকল্পে ৭ দনিব্যাপী এই মেলা চলবে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলায় মোট ৫০টি স্টল শোভা পায়। প্রথম দিনই ছিল মেলা এলাকায় উপছে পড়া ভিড়। মেলার কার্যক্রম প্রতিনিদিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন