ময়মনসিংহের ফুলপুরে পরীক্ষামূলকভাবে চায়না তরমুজের চাষ শুরু হয়েছে। বাংলাদেশে এ তরমুজের বেশ চাহিদা রয়েছে। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কৃষক রমজান আলীর বাড়ি সংলগ্ন ৩০ বিঘা জমি ভাড়ায় নিয়ে পরীক্ষামূলকভাবে গত ১৬ নভেম্বর ‘চায়নিজ তরমুজ প্রজেক্ট’র উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. আসাদুল্লাহ, ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সাড়া জাগানো এ প্রজেক্টের সার্বিক উন্নয়ন দেখতে শুক্রবার সন্ধ্যায় পরিদর্শনে গিয়েছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুল মুঈদ। তিনি প্রজেক্ট পরিচালক, জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেন। এ বিষয়ে বিস্তারিত মতবিনিময় করে প্রজেক্টের কাজ ঘুরে ঘুরে দেখেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. আসাদুল্লাহ, ফুলপুর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। ড. মো. আব্দুল মুঈদ বলেন, উনাদের সাথে কথা বলে জানলাম, আধুনিক তরমুজ চাষের জন্য গ্রীন হাউজের প্রয়োজন পড়ে। তাই এখানে ১৬৮টি গ্রীন হাউজের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরো ৮৪টি প্লটে এই তরমুজ চাষ শুরু করা হয়েছে। এর মধ্যে ৫টি শেডে তরমুজের ফলন এসেছে। আগামী মাস দুয়েকের মধ্যে এসব তরমুজ বাজারজাত করা যাবে। চীন দেশীয় ২ ধরনের ও ২ ধরনের চায়নিজ হাইব্রিড তরমুজ এখানে চাষ করা হয়েছে। প্রজেক্টটি সফল হলে আমরা তাদের প্রযুক্তিটি কাজে লাগাব। এছাড়া তারা চাইলে প্রজেক্ট বাস্তবায়নে আমাদের যে কোন সহযোগিতা থাকবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন