মহেশপুরে এক গৃহবধূকে তার স্বামী ফিরিয়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে কুদ্দুস নামে কবিরাজের বিরুদ্ধে। শনিবার রাতে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। কুদ্দুস যশোর জেলার চৌগাছা থানার কোমরপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ২ বছর আগে রাগ করে বাড়ি ছাড়া স্বামীকে ফেরাতে ওই কবিরাজের শরণাপন্ন হন ঐ গৃহবধূ। শনিবার রাতে স্বামীকে ফিরিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করে কবিরাজ। সেসময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ওই কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘরছাড়া স্বামীকে ফেরত আনার কথা বলে ঐ গৃহবধূকে ধর্ষণ করে কথিত কবিরাজ কুদ্দুস। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিম নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক