বগুড়ার শেরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ডাকাত দলকে।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার পিচুরী গ্রামের মৃত কাদের মিয়ার ছেলে মোশাররফ হোসেন (৩৭), বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে তছলিম উদ্দিন (৪৩), টাঙ্গাইল সদর উপজেলার উত্তর টারোটিয়া গ্রামের মৃত নয়ন খানের ছেলে জহুরুল ইসলাম (২৮), একই উপজেলার আলোয়াতারিণী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আলতাফ হোসেন (৪২), কায়েগমারা গ্রামের মৃত জুলহাসের ছেলে জাহিদ হাসান(২৯) ও সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামের আফছার আলীর ছেলে মুঞ্জুরুল ইসলাম (৪০)।
শনিবার মধ্যরাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এই অভিযান চালিয়ে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের মির্জাপুর ইউনিয়নের সুখানগাড়ি ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের করা হয়েছে। এসময় একটি ট্রাক, দুইটি লোহার তৈরি হাসুয়া, একটি লোহার পাইপ, দুইটি লোহার রড, সিধ কাটার যন্ত্র, একটি বোল্ট কাটার ও লাইলোনের রশিও উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক