নাটোরের গুরুদাসপুরে সাংবাদিক আজিজুল হক কিরণের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চলনবিল প্রেসক্লাব ও দিবারাত্রী পত্রিকা পরিবারের আয়োজনে রবিবার বেলা ১১টায় উপজেলা পাঠাগার মিলনায়তনে এ স্মরণসভা হয়।
চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সাংবাদিক কিরণের স্মৃতিচারণ করে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক আত্হার হোসেন, কলামিস্ট জালাল উদ্দিন শুক্তি, বিডিএসসির পরিচালক মজিবুর রহমান মজনু, সাংবাদিক আলী আক্কাছ, উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, দিবারাত্রী পত্রিকার ব্যবস্থাপক বাবুল হাসান বাবু প্রমুখ।
স্মরণসভা শেষে মরহুম কিরণসহ সকল মৃত ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মো. রেজাউল করিম দোয়া মাহফিল পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন