গাজীপুরের শ্রীপুরে এক পোশাক শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার দুলাভাই শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলো শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার হাকিম কাজীর ছেলে কাজী শামীম (২৮), দেলোয়র হোসেনের ছেলে সজীব (২৮), কদুর মেয়ের জামাই জীবন (৩৪), কাজল মিয়ার ছেলে শাহীন মিয়া (৩৫) এবং শামসুল হকের ছেলে মেজদার হোসেন (৪৫)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, ভিকটিম শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় ভাড়া থেকে স্থানীয় এসকে সোয়েটার কারখানায় সহকারী অপারেটর হিসেবে কাজ করে। কাজী শামীম প্রায়ই ভিকটিমকে অফিসে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিতো। শনিবার কারখানা ছুটির পর (সন্ধ্যা ৭টায়) বাসায় ফেরার পথে চন্নাপাড়া এলাকার নাজিম উদ্দিনের বাড়ির সামনে কাজী শামীম ও তার চার সহযোগী পথরোধ করে। পরে তার মুখ চেপে ধরে জোরপূর্বক কাজী শামীমের বাড়িতে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
এসময় তার অপর সহযোগীরা ঘরের বাহিরে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা দৌঁড়ে পালিয়ে যায়। পোশাক শ্রমিক ধর্ষণের এই ঘটনায় আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও এসআই মঞ্জুরুল ইসলাম জানান।
বিডি-প্রতিদিন/শফিক