বগুড়ার আদমদীঘি উপজেলায় রেলের জায়গা থেকে গোপনে মাটি কেটে নেওয়ার সংবাদ সংগ্রহ করতে যাওয়ায় তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তারা প্রত্যেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এসময় হামলাকারীরা একটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করেছে। রবিবারের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১২টায় আদমদিঘি উপজেলার ছাতিয়ানগ্রাম রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে ভূমিতে স্কুবি মেশিন বসিয়ে কে বা কারা পুকুর খনন করা হচ্ছে মর্মে খবর পেয়ে সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় ৩ সাংবাদিক আনোয়ার হোসাইন, মিহির কুমার সরকার ও সাগর খান ঘটনাস্থলে যান। রেল ভূমির মাটি খননের ঘটনাটি ভিডিও এবং স্থিরচিত্র ধারণ করার সময় আবুল হাসনাত সরকার অটুল সাংবাদিকদের ওপর হামলা চালায়। এসময় সাংবাদিক আনোয়ার হোসাইনের হাত থেকে ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।
খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে ত্যাগ করে। পরে সাংবাদিকরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তারা সকলেই সুস্থ রয়েছেন। এব্যাপারে সাংবাদিক আনোয়ার হোসাইন বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। বগুড়ার আদমদিঘি থানার ওসি জালাল উদ্দীন এজাহার পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক