খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নোয়াখালী জেলা শাখা ও জেলা ছাত্রদলের উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নোয়াখালী জেলা আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এড. মিনার ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন, নোয়াখালী জেলা আইন ছাত্র ফোরামের সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, আবদুর রশিদ, নোয়াখালী সরকারী কলেজের ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক এনবিএস রাসেল, নোয়াখালী পৌর ছাত্রদলের সিনিয়ির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন