আলোচিত সাত খুন মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজির চার মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ হয়েছে। রবিবার সকালের দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে সিদ্ধিরগঞ্জ থানায় এসব মামলায় চার ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়।
এসময় কাঠগাড়ায় নূর হোসেন উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে গাজীপুর কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় নিয়ে আসা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আবার কড়া নিরাপত্তার মধ্যে ফের তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় আদালতপাড়ায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিন আদালতে ২০১৪ সালে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজির দুটি, একটি অস্ত্র ও একটি মাদক আইনে নূর হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এসব মামলায় এদিন আদালতে সাক্ষী দিয়েছেন তুষার কান্তি দাস, জহিরুল ইসলাম, অজিত কুমার মিত্র, জসিম উদ্দিন নামে চার ব্যক্তি।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সালাউদ্দিন সুইট এর সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ব্রাঞ্চ সহকারি জাহাঙ্গীর হোসেন সরকার জানিয়েছেন, নূর হোসেনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে দায়েরকৃত তিনটি চাঁদাবাজি এবং একটি অস্ত্র মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রণের জন্য দিন ধার্য করেছেন আগামী ২২ এপ্রিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার