অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা নির্ধারণী উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এই প্রথম বিশ্বকাপ পর্যায়ে কোনো শিরোপা জিতল বাংলাদেশ ক্রিকেট দল। যুবাদের শিরোপা জয়ে বিজয়োল্লাসে মেতেছে পুরো দেশ।
এদিকে, ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান টাইগার অলরাউন্ডার রাকিবুল হাসানের ব্যাট থেকে যুব বিশ্বকাপের জয়সূচক রান আসায় ফুলপুরে বইছে আনন্দের জোয়ার। নিজ উপজেলা ফুলপুরে রাস্তায় বের করা হয় আনন্দ মিছিল।
এছাড়াও উপজেলা চত্বরে মিষ্টিমুখ করিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। রাকিব ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে।
যুব বিশ্বকাপের শিরোপা জয়ের এই গৌরবে রাকিবুল হাসান অংশীদার হওয়ায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, ডিআইজি রেঞ্জ ও জেলা প্রশাসকসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ৪২.১ ওভারে ১৭০ রান করে ৩ উইকেটের জয় তুলে নেয় টাইগার যুবারা।
প্রথমবারের মতো এ ফরম্যাটে ফাইনালে ওঠে বাংলাদেশ। আর অপরাজিত থেকে জিতেছে শিরোপা। এছাড়া ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন