কক্সবাজারের টেকনাফে র্যাবের সাড়াঁশি অভিযানে গুলি বিনিময়ের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাব জানিয়েছে, নিহত ব্যক্তি কুখ্যাত ডাকাত। সোমবার ভোররাতে টেকনাফের হ্নীলা লেদা নুরালী পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নুরালীর ডেইল এলাকার মকতুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩০)। তিনি আমিন ডাকাত দলের প্রধান বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ কোম্পানী কমান্ডার মির্জা শাহেদ মাহতাব (এক্স পিপিএম, বিএন) জানান, র্যাব অভিযানের সময় ৬/৭ জন অস্ত্রধারী ডাকাতের সাথে র্যাবের গুলি বিনিময় হয়। এতে র্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম ও সিপাহী মো. সোহেল আহত হয়। এক পর্যায়ে অস্ত্রধারী ডাকাতরা গুলি করতে করতে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে নুরুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র্যাব সদস্যরা। তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়াধীন। ডাকাত দলের সদস্যদের নির্মূলে র্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানায়।
বিডি প্রতিদিন/ফারজানা