গাজীপুরের শ্রীপুরে নির্ধারিত চাঁদার টাকা কম দেয়ায় চা-পান বিক্রেতা বেলাল হোসেনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় অভিযুক্তরা বেলালের দোকানের আসবাবপত্র ভাংচুর ও সাথে থাকা টাকা লুটে নেয়। শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে তিন জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৫ জনকে আসামি করে রবিবার বিকেলে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো স্থানীয় আক্কাস আলী (৪৫), খাইরুল ইসলাম (৩৫) ও মারুফ হোসেন (২৫)। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
চা-পান বিক্রেতা বেলাল হোসেন জানান, মানিকগঞ্জ দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে শ্রীপুরের পটকা গ্রামের সিদ্দিকীয়া নন্দন কানন বনে তিন দিন যাবত ইসলামী বন সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন উপলক্ষ্যে ছোট ব্যবসায়ীরা সম্মেলনের আশেপাশে দোকান সাজিয়ে বসে। ওই সম্মেলনের প্রধান ফটকের পূর্ব পাশে বেলাল হোসেন চা-পান বিক্রির দোকান সাজিয়ে বসে। শনিবার রাত আটটার দিকে অভিযুক্তরা দোকানীর কাছে চাঁদা দাবী করে। পরে তাদেরকে চাঁদা দিবে না বলে জানায়। এসময় তাদের সাথে চা-পান বিক্রেতার কথা কাটাকাটি হয়। খবর পেয়ে গোসিংগা ইউনিয়নের স্থানীয় মেম্বার হুমায়ুন কবির প্রধান উপস্থিত হয়। ঘটনা শুনে ঝগড়া সৃষ্টি হওয়ার আশঙ্কায় অভিযুক্তদেরকে এক হাজার টাকা দিয়ে উক্ত ঘটনার সুরাহা করে দেয়। পরে ফের তারা গভীর রাত দেড়টায় দোকানে এসে চা-পান বিক্রেতার কাছে আরও দুই হাজার টাকা চাঁদা দাবী করে। দোকানী বেলাল হোসেন তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করলে তারা দোকানীকে মারধর করে দোকানের আসবাব পত্র ভাংচুর করে এবং সাথে থাকা টাকা লুটে নেয়।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
গোসিংগা ইউনিয়নের স্থানীয় মেম্বার হুমায়ুন কবির প্রধান মুঠোফোনে জানান, চা-পান বিক্রেতা বেলালের দোকানে পানি সরবরাহ করার বিনিময়ে স্থানীয় কয়েকজনের সাথে টাকা নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। বিষয়টি আমি উভয় পক্ষের সম্মতিতে সমঝোতা করে দিয়েছি। রাতে তাদের মধ্যে মারামারির ঘটনা সম্পর্কে আমি অবগত নই।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া জানান, চা-পান বিক্রেতা বেলাল হোসেনের কাছে চাঁদা দাবীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা